কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াতের সড়ক অবরোধ

রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও আলেম উলামাদের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে দলটির ঘোষিত তিন দিনের সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিক, কামরুল আহসান হাসানসহ অন্যান্য নেতা।

এদিকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে অবরোধের প্রথম দিনে রাজধানীতে সড়কপথ অবরোধ করছেন ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতাকর্মীরা।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে উত্তরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃতে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন, জামায়াত নেতা মাহবুবুল আলম, মাজহারুল ইসলাম ও মাহফুজুর রহমান প্রমূখ।

ড. রেজাউল করিম বলেন, আজকের অবরোধ বিনা ভোটের সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ; আজকের অবরোধ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেলারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন সহ জাতীয় নেতাদেরকে মুক্ত করার অবরোধ, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ, সর্বোপরি দুর্নীতিবাজ, খুনী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার সর্বাত্মক অবরোধ। এই কঠোর অবরোধের মাধ্যমেই ফ্যাসীবাদী, স্বৈরাচারি ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান। অন্যথায় তাদের পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় নৈশ্যভোটের সরকারকে ইতোমধ্যেই লালকার্ড দেখিয়ে দিয়েছে। জোর করে তাদের পক্ষে আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। তা উপলব্ধি করতে পেরেই গণবিচ্ছিন্ন সরকার জনগণের ওপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ দিয়ে জনতার যৌক্তিক আন্দোলন কোনো ভাবেই দমন করা যাবে না বরং বীর জনতা সব বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই স্বৈরাচারি সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।

মহানগরী উত্তর সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ সরকার নির্লজ্জ সরকার। তারা একজন বিচারপতিকে দলীয় আখ্যা দিয়ে সারাদেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। প্রকাশ্য দিবালোকে রাজপথে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে দানবীয় উম্মত্ততাই মেতে উঠেছিল। এখন তারাই আবার নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার দিবাস্বপ্নে বিভোর। কিন্তু জনগণ তাদের এই পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় তাদেরকে গণরোষের মুখোমুখি হতে হবে।

এ ছাড়াও আরও যেসব জায়গায় কর্মসূচি করেছে জামায়াত

শেওড়াপাড়া-তালতলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃতে শেওড়াপাড়া-তালতলায় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু নকিব, আব্দুল আউয়াল আজম, এ্যাডভোকেট আব্দুল হামিদ ও এ্যাডভোকেট আব্দুর রকিব প্রমূখ।

মাহফুজুর রহমান বলেন, ফ্যাসীবাদী, জুলুমবাজ ও নৈশ্যভোটের সরকারের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সর্বাত্মকভাবে অবরোধ কর্মসূচি পালন করে সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তাই এই সরকারের আর এক মহুর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।

তিনি অবলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় জনগণ রাজপথেই সরকারকে দাবি মানতে বাধ্য করবে।

মহাখালী-তেজগাঁ রেলপথ অবরোধ

৭২ ঘণ্টার লাগাতার সড়ক, রেল ও নৌপথ অববোধের অংশ হিসাবে হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে সকাল ৭টা ৪৫ থেকে ৮টা ১০ পর্যন্ত তেজগাঁও-মহাখালী রেলপথ অবরোধ করেছে জামায়াতের নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, এডভোকেট জিল্লুর রহমান, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মনির আহমেদ, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমূখ।

তুরাগে অবরোধ

অবরোধ কর্মসূচির অংশ হিসাবে তুরাগ থানায় সড়ক পথ অবরোধ কর্মসূচী পালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিবুল্লাহ।

উপস্থিত ছিলেন তুরাগ উত্তরের আমির মতিউর রহমান, তুরাগ দক্ষিণের আমির মাহবুবুল আলম, তুরাগ মধ্য নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুলাহ প্রমূখ। উল্লেখ্য উত্তরা ১০ নাম্বার সেক্টরে অবরোধ কর্মসূচী পালিত হয়।

রাজধানীর মহাখালীতে অবরোধ

বৃহত্তর গুলশান থানার থানার উদ্যোগে রাজধানীর মহাখালীতে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন গুলশান পূর্ব থানা আমীর আবু জুনায়েদ, গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান ও বনানী থানা সেক্রেটারি আবু মাবরুর প্রমূখ।

মোহাম্মদপুর অঞ্চল

অবরোধ কর্মসূচির অংশ হিসাবে মোহাম্মদপুর অঞ্চলের মিছিল ও সড়ক অবরোধ করা হয়। মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর ডা. শফিউর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পূর্ব থানা জনাব মশিউর রহমান, মোহাম্মদপুর পশ্চিম থানা সেক্রেটারি জনাব মাসুদুজ্জামান সহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত নেতা কর্মীরা বসিলা সড়কে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রূপনগর

অবরোধের সমর্থনে রূপনগর থানার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর ১২ নং এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক মো: নাসির উদ্দীন, পল্লবী উত্তর থানা আমীর মাও: সাইফুল কাদের, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা সেক্রেটারি যোবায়ের হোসাইন রাজন, পল্লবী উঃ থানা সেক্রেটারি মহিউদ্দীন, রূপনগর থানা সেক্রেটারি মোশাররফ হোসেন ভূইয়া, শিবির রূপনগর ও পল্লবী সভাপতি এবং ওয়ার্ডের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X