কালবেলা প্রতিবেদক দেশব্যাপী চলমান অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বনশ্রী এলাকায় স্বল্প সময়ের জন্য এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, ফারুক আহমেদ, সহক্রীড়া সম্পাদক আমান উল্লাহ বিপুল, সহশিল্প সম্পাদক আসাদুল আলম টিটু, সহক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহকোষাধ্যক্ষ রোকন উজ্জামান, সদস্য মিজানুর রহমান সুমন প্রমুখ।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়।
মন্তব্য করুন