সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে চলমান দ্বিতীয়দফা অবেরাধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ রেবাবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার কৃষি মার্কেট সংলগ্ন রাস্তায় এ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম রবিন।
এসময় উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, শেরেবাংলা নগর থানার সাবেক আহ্বায়ক জি এম বাদল, সাবেক সদস্য সচিব বেলাল আহমেদ সুমন, মোহাম্মদপুর থানার সদস্য সচিব আমিনুর রহমান লিটন, আদাবর থানার সদস্য সচিব হাসান সিকদারসহ আরও অনেক নেতাকর্মী।
স্বেচ্ছাসেবক দল মোহাম্মদপুর, শেরে বাংলা নগর ও আদাবর থানার উদ্যোগে আয়োজিত মিছিলে ফখরুল ইসলাম রবিন বলেন, আন্দোলন মাত্র শুরু হয়েছে। চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। বিএনপির নেতাকর্মীদের সর্বশেষ কর্মীটি এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। এবারের আন্দোলন তাদের বাঁচা-মরার লড়াই। বাঁচতে হলে লড়তে হবে।
মন্তব্য করুন