কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা তপশিল হবে চরম দায়িত্বহীন পদক্ষেপ : গণতন্ত্র মঞ্চ

বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। কিন্তু দেশের প্রবল সংঘাতময় ও অস্থিতিশীল সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের তপশিল ঘোষণার জন্য মোটেও অনুকূলে নয়। এ রকম অবস্থায় একতরফা নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে চরম দায়িত্বহীন পদক্ষেপ।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে পল্টন মোড় সংলগ্ন ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বিরোধীদলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার ও সরকারি দল একদিকে বিরোধীদলসমূহের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা ও নাশকতা, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলায় মাত্র গত কয়েক দিনেই কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএনপির মহাসচিব অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাজাহান ওমর, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন স্বপন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের হাজারো নেতাকে। সেইসাথে তাদের অনেককে রিমান্ডেও নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই রকম ঘৃণ্য ঘটনার পাশাপাশি গ্রেপ্তারের ক্ষেত্র তৈরি করতে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নারায়ণগঞ্জে মঞ্চের অন্যতম নেতা নারায়ণগঞ্জ মহানগর জেএসডির সভাপতি আব্দুল মুত্তালিব মাস্টারকে অবরোধের সময় গ্রেপ্তার করা হয়েছে। অবরোধ চলাকালে নারায়ণগঞ্জ, রংপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের মিছিলে হামলা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হতে যাচ্ছে। কিন্তু দেশের প্রবল সংঘাতময় ও অস্থিতিশীল সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের তপশিল ঘোষণার জন্য মোটেও অনুকূলে নয়। এমনকি গত ৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারও এই ধরনের বক্তব্য দিয়েছেন। ইতোপূর্বে নির্বাচন কমিশনেরও কেউ কেউ প্রায় একই ধরনের বক্তব্যই দিয়েছেন। তারা বাস্তব পরিস্থিতিকেই তুলে ধরেছেন সন্দেহ নেই। আর নির্বাচন কমিশনসহ দেশবাসী এটা অবহিত আছেন, দেশের প্রায় সব বিরোধী দল বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। বর্তমান নির্বাচন কমিশনকেও সব বিরোধীদল ও ভোটারেরা পুরোপুরি পক্ষপাতদুষ্ট বলেই মনে করে।

গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়ক বলেন, সরকার প্রতিহিংসা ও প্রতিশোধাত্মক অবস্থান থেকে বিএনপিসহ তাদের রাজনৈতিক বিরোধীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যে পরিস্থিতি তৈরি করছে, তা কোনোভাবেই একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সহায়ক নয়। এ রকম অবস্থায় একতরফা নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে চরম দায়িত্বহীন পদক্ষেপ।

স্বপন বলেন, দেশে আর একটি নীলনকশার পাতানো নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সরকার ও সরকারি দল যদি তারপরও জবরদস্তি করে নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা অব্যাহত রাখতে চায়, তাহলে সিইসিসহ অন্য নির্বাচন কমিশনারদের কাজ হবে নৈতিক ও বিবেকের দায় নিয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা। কারণ, দেশ ও দেশের মানুষ কোনোভাবেই আর একটি ব্যর্থ, অকার্যকর ও তামাশার নির্বাচনের দায় নিতে পারবে না।

সংবাদ সম্মেলনে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ৮ ও ৯ নভেম্বর দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১০

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১১

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১২

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৩

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৪

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৫

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৬

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৭

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৮

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৯

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

২০
X