কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক মতুয়া প্রতিনিধি সম্মেলন

ধর্ম ও সাম্প্রদায়িকতা বিবেচনায় কাউকে বঞ্চিত করা অপরাধ : আব্দুর রাজ্জাক

মতুয়া প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
মতুয়া প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

ধর্ম ও সাম্প্রদায়িকতা বিবেচনায় কাউকে বঞ্চিত করা অপরাধ একথা উল্লেখ করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডিত বলে বিএনপি নির্বাচন চায় না। ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশকে অচল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য ছিল বিএনপির।

শনিবার ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মতুয়া প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয়।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আবারো মতুয়া সম্প্রদায়ের কাছে ভোট চেয়ে রাজ্জাক বলেন, আপনাদের সম্প্রদায় থেকে একজন সংরক্ষিত নারী এমপি করার দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

দেশে এখনো ধর্মের নামে মিথ্যাচার চলে একথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভারত-পাকিস্তানের দালাল নয়, মানবতার ভক্ত। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা নির্বাচনে আসলে অভিবাদন জানাই। কিন্তু তাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডিত বলে বিএনপি নির্বাচন চায় না।

তিনি বলেন, হিন্দু বলে কারও চাকরি হবে না- একজন মানুষ হিসেবে আমি তা চিন্তাও করতে পারি না। এদেশে সবার অধিকার সমান। কোনো কোনো সময় আওয়ামী লীগও ভুল করতে পারে। কিন্তু আপনারা সাহসের সাথে এগিয়ে যাবেন, বঞ্চনার প্রতিবাদ করবেন।

অনুষ্ঠানে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে ধর্মনিরপক্ষতায় জায়গায় রাখতে পারলে মতুয়া সম্প্রদায়ের দাবি দাওয়া আমি সংসদে উত্থাপন করব।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নানাভাবে অত্যাচার অবিচার হচ্ছে উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ভালো মানুষের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম ব্যবসায়ীরা মূলত রাষ্ট্রে হানাহানি তৈরি করে। বিএনপি-জামায়াতের বর্তমান লড়াই নির্বাচনের জন্য নয়, রাজাকারদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা রাজপথে যুদ্ধে নেমেছে। যে কোনো মূল্যে জামায়াতসহ রাজাকারদের ক্ষমতার বাইরে রাখতে হবে।

ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন ভারতের জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাতুয়াচার্য শান্তনু ঠাকুর। হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, হরি গুরুচাঁদ মাতুয়া মিশন যুবসংঘের সভাপতি শ্রী সম্পদ ঠাকুর, প্রদীপ প্রজ্বলন করেন অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সংঘের সভাপতি সোমা ঠাকুর, হরিচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, দুলাল কৃষ্ণ রায় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১০

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১১

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১২

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৩

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৪

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৫

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৬

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৭

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৮

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৯

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

২০
X