কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক মতুয়া প্রতিনিধি সম্মেলন

ধর্ম ও সাম্প্রদায়িকতা বিবেচনায় কাউকে বঞ্চিত করা অপরাধ : আব্দুর রাজ্জাক

মতুয়া প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
মতুয়া প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

ধর্ম ও সাম্প্রদায়িকতা বিবেচনায় কাউকে বঞ্চিত করা অপরাধ একথা উল্লেখ করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডিত বলে বিএনপি নির্বাচন চায় না। ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশকে অচল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য ছিল বিএনপির।

শনিবার ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মতুয়া প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয়।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আবারো মতুয়া সম্প্রদায়ের কাছে ভোট চেয়ে রাজ্জাক বলেন, আপনাদের সম্প্রদায় থেকে একজন সংরক্ষিত নারী এমপি করার দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

দেশে এখনো ধর্মের নামে মিথ্যাচার চলে একথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভারত-পাকিস্তানের দালাল নয়, মানবতার ভক্ত। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা নির্বাচনে আসলে অভিবাদন জানাই। কিন্তু তাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডিত বলে বিএনপি নির্বাচন চায় না।

তিনি বলেন, হিন্দু বলে কারও চাকরি হবে না- একজন মানুষ হিসেবে আমি তা চিন্তাও করতে পারি না। এদেশে সবার অধিকার সমান। কোনো কোনো সময় আওয়ামী লীগও ভুল করতে পারে। কিন্তু আপনারা সাহসের সাথে এগিয়ে যাবেন, বঞ্চনার প্রতিবাদ করবেন।

অনুষ্ঠানে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে ধর্মনিরপক্ষতায় জায়গায় রাখতে পারলে মতুয়া সম্প্রদায়ের দাবি দাওয়া আমি সংসদে উত্থাপন করব।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নানাভাবে অত্যাচার অবিচার হচ্ছে উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ভালো মানুষের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম ব্যবসায়ীরা মূলত রাষ্ট্রে হানাহানি তৈরি করে। বিএনপি-জামায়াতের বর্তমান লড়াই নির্বাচনের জন্য নয়, রাজাকারদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা রাজপথে যুদ্ধে নেমেছে। যে কোনো মূল্যে জামায়াতসহ রাজাকারদের ক্ষমতার বাইরে রাখতে হবে।

ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন ভারতের জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাতুয়াচার্য শান্তনু ঠাকুর। হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, হরি গুরুচাঁদ মাতুয়া মিশন যুবসংঘের সভাপতি শ্রী সম্পদ ঠাকুর, প্রদীপ প্রজ্বলন করেন অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সংঘের সভাপতি সোমা ঠাকুর, হরিচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, দুলাল কৃষ্ণ রায় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বিসিবির নির্বাচন হতে বাধা নেই

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১০

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১১

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

১২

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

১৩

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

১৪

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

১৫

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ বানিয়ে ভাতা তুলছেন ইউপি সদস্য

১৬

ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ

১৭

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা

১৮

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বিরল সম্মাননা দিল স্প্যানিশ ক্লাব

১৯

সুপারি চুরি নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

২০
X