উদ্বোধনী রেলে চড়ে কক্সবাজার থেকে রামু গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধনের পর টিকিট কেটে ট্রেনে চড়ে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রামু রেল জংশনে পৌঁছেন তিনি।
প্রধানমন্ত্রী রামু রেল জংশনে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। প্রায় ১০ মিনিট পর রামু রেল জংশন থেকে কঠোর নিরাপত্তায় একটি কালো রঙের কারে চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের উদ্দেশে রওনা হন। এ সময় রামু রেলস্টেশন থেকে সেনানিবাস গেট পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার জনতা কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বিশেষ করে রাস্তার দু’পাশে হাজারো জনতার মাথায় স্থানীয় এমপি কমলের ছবি সম্বলিত হলুদ রঙের টুপি সবার নজর কাড়ে।
চট্টগ্রামের দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন উদ্বোধনের মাধ্যমে স্বাধীনতার দীর্ঘ বছর পরে কক্সবাজারবাসীর কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন করায় বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এবং রাস্তার দু’পাশে ব্যানার, ফেস্টুন, সড়ক তোরণের মাধ্যমে অভিবাদন জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসব ব্যানার ও ফেস্টুনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের প্রচার ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র রয়েছে। সকাল থেকে রামু ছিলে যেন উৎসবের শহর।
মন্তব্য করুন