আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী পঞ্চম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে অবরোধ সমর্থনে বিএনপির সহপল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মমিনুল হক, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌর যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দীন ফাহাদ, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন সাগর, সদস্য সচিব নুর উদ্দীন রুবেল, বসুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সাইফুল প্রমুখ নেতারা।
এর আগে দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে গত ১৩ নভেম্বর নোয়াখালীর কবিরহাটে বজলুল করিম চৌধুরী আবেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
একদফা দাবিতে দেশব্যাপী চলমান হরতাল-অবরোধে বিএনপির পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটে ওইটাই প্রথম বিক্ষোভ মিছিল ছিল বলে বজলুল করিম চৌধুরী আবেদ কালবেলাকে জানিয়েছিলেন।
মন্তব্য করুন