একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।
জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন