তপশিল বাতিল, অবৈধ ও সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরু হচ্ছে শনিবার সকাল থেকে। হরতাল সফল করতে নগরবাসীকে আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের হরতাল চলছে এবং চলবে। অবিলম্বে ঘোষিত তপশিল বাতিল করতে হবে। নতুন তপশিলের মাধ্যমে দেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। না হলে বিক্ষুব্ধ এই জনতা ঘরে ফিরে যাবে না।
ঢাকা নগরবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আগামীকাল ১৯ নভেম্বর ও ২০ নভেম্বর হরতাল পালন করে এই সরকারকে জানিয়ে দেই জনগণের দাবি মানতে হবে। এই একতরফার নির্বাচন জনগণ মানে না। জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশিল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের মতামতকে তোয়াক্কা না করে একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে পড়েছে। তারা আওয়ামী লীগের কথার প্রতিধ্বনি করে সাংবিধানিক পদে থাকার যোগ্যতা হারিয়েছে। এমন নির্বাচন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাই অবিলম্বে এই তপশিল বাতিল করতে হবে। অন্যথায় হরতালসহ দেশে গণআন্দোলনের মাধ্যমে ঘোষিত এই একতরফা তপশিল বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংকির সড়কে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।
সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়াও আজ সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল, খিলগাঁও, বনশ্রী, ধানমন্ডি, মিরপুর রোড, রাজধানীর সায়েদাবাদ, শ্যামপুর দয়াগঞ্জ রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে দলটি।
মন্তব্য করুন