কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

‘তৃণমূল বিএনপি’ হবে প্রধান বিরোধী দল : তৈমূর আলম

দলের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। ছবি : কালবেলা
দলের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল বিএনপি আগামীতে দেশের প্রধান বিরোধী দল হবে বলে দাবি করেছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রোববার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

তৃণমূল বিএনপির এই মহাসচিব বলেন, ‘মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে, তৃণমূল বিএনপির সঙ্গে জনগণের ব্যাপক সাড়া আছে, নির্বাচনে ভালো করবে।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনেই নির্বাচন করব, অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব। আর যদি নাও পারি, তবে আগামীতে আমরা হবো দেশের প্রধান বিরোধী দল।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক কোনো মহল নয়, বাংলাদেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ। তৃণমূল বিএনপি সেই জনগণের সঙ্গে থাকবে।

বিএনপির অংশগ্রহণ ছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা- এমন প্রশ্নের জবাবে শমসের মুবিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, আরেকদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সহিংসতাকে কখনোই গ্রহণ করেনি। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডেকেছে। গাড়ি-ঘোড়া চলতে বাধা দেওয়া হচ্ছে। ভয়ে মানুষ দোকান-পাট খুলছে না, কর্মক্ষেত্রে যাচ্ছে না। সাধারণ মানুষ এমন ভয়ের সংস্কৃতি চায় না। এমন সংস্কৃতি আমাদের ত্যাগ করতে হবে। দেশের জনগণের কল্যাণে সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে।’

দুইদিনে ৮৪ জন মনোনয়ন প্রত্যাশী তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে গতকাল শনিবার প্রথম দিনে ৩৭ জন এবং আজ রোববার দ্বিতীয় দিনে ৪৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আগামীকাল সোমবার পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন। তৃণমূল বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনেই প্রতিদ্বন্দিতা করবেন।

মনোনয়ন ফরম বিক্রি অনুষ্ঠানে শসমের মুবিন ও তৈমুর আলম ছাড়াও তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কেএ জাহাঙ্গীর মাজমাদার, সিনিয়র ভাইস চেয়ারপারসন ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এক নেতা বহিষ্কার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

১০

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

১১

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

১২

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

১৩

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

১৪

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

১৫

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

১৭

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

১৮

ক্লান্তির পরেও ঘুম আসছে না, কোনো খারাপ লক্ষণ নয়তো

১৯

এনসিপির ১২ নেতার পদত্যাগ

২০
X