কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তফ্রন্ট’র নির্বাচনে যাওয়াকে ‘রাজনৈতিক ভুল’ বলছে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দুটি এবং যুগপতের বাইরের একটি দলকে নিয়ে ‘যুক্তফ্রন্ট’ গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়াকে তাদের ‘রাজনৈতিক ভুল’ বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি মনে করেন, জনগণ এটাকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করবে।

কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টিকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে এসব কথা বলেন বিএনপির এই নীতিনির্ধারক।

তিনি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য বিএনপির গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যও।

নতুন এই জোট গঠনে সরকার পতনের একদফা আন্দোলনের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন নজরুল ইসলাম।

তিনি বলেন, যুক্তফ্রন্ট গঠন করে সরকার একদফার ভিত্তিতে গড়ে উঠা চলমান আন্দোলনের ক্ষতি করার চিন্তা করছে। তাও ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, এদের সম্পর্কে কী বলব। তাদের কথা ও কাজে তো কোনো মিল দেখি না। আজ এক কথা বলে তো, কাল আরেক কথা। এর ফলে তারা ইতিহাসে আপসকামী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তারা এটা লোভে পড়ে করেছে- এটা এখন স্পষ্ট। তারা পক্ষ পাল্টে নির্বাচনে যাওয়ার ঘোষণায় কেবল তাদেরই যে ক্ষতি হলো, তা নয়- এতে রাজনীতিরও ক্ষতি হয়েছে। আমরা যারা রাজনীতি করি, এসব কারণে তাদের নিয়ে জনগণের মধ্যে বিরূপ ধারণা জন্ম নিতে পারে। তারা যে ভুল করেছে, ভবিষ্যতে তা তারা বুঝতে পারবে।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) ও আব্দুল আউয়াল মামুনের নেতৃত্বাধীন কল্যাণ পার্টির প্রতীক হাঁতঘড়ি, অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতীক হাত (পাঞ্জা) এবং অধ্যাপক ডা. এম এ মুকিত ও জাফর আহম্মাদ জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক ‘কাঁঠাল’।

গত ৩০ ডিসেম্বর থেকে দশ দফার ভিত্তিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। এরপর গত ১২ জুলাই থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলনে নামে দলটি। ৪২টির মতো দল এই যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে বিএনপিসহ ৮টি নিবন্ধিত দল রয়েছে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করেই ভোটে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে যুগপতের শরিকদের। তবে বেশ কিছুদিন ধরে যুগপতের নিবন্ধিত একাধিক দল বিএনপিকে ছেড়ে নির্বাচনে যেতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়। এমন প্রেক্ষাপটে সরকারি চাপ এবং এমপিত্বের প্রলোভনে পা না দিতে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় যুগপৎ শরিকদের অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১০

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১১

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১২

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১৩

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১৪

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১৫

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১৬

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১৭

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৮

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৯

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

২০
X