দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও একদফা দাবিতে বিএনপির ডাকা ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে বনানী-কাকলী মোড় থেকে নৌবাহিনী হেডকোয়ার্টার পর্যন্ত মেইন রোডে বিক্ষোভ মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় অবরোধের সমর্থনে নেতাকর্মীরা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, ইসামন্তাজ ইজাজ শাহ, মো. সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, আবু সুফিয়ান, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, তন্বী মল্লিক, এমএম মারুফুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মৌসুমী হক মৌ, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু,কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, জসিম উদ্দীন সরদার, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম ফখরুল হাসান, যোগাযোগ সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, কেন্দ্রীয় নেতা রিয়াজ হোসেন, রিয়াজুল হাসান বাপ্পী, তানভীর আহমেদ তানু, আরিফ আহমেদ রনি, রাজিব হাসান, সাজিদ হাসান, নওয়াজিস ইসলাম রিয়েল, ফকির ইব্রাহীম, কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু, এসএম আবু তালেব, তেজগাঁও কলেজ ছাত্রদলের নূরে আলম সিদ্দিকী টিটু, ইউসুফ খান, ওয়াহিদুজ্জামান তুহিন, রাব্বী হাসান, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ আল মারুফ, আব্দুল জলিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দিনার হোসেন ভূইয়া, মনছুর আলী, লীজা ইসলাম, মুন্নী ইসলাম, মো. আল-আমিন (বাবলু), মীর মাহমুদুল হাসান আকাশ, ইস্তিয়াক আহমেদ (রাব্বি), মো. জামাল, রাকিব হোসেন, আজমাউল ইসলাম, আল-আমিন খান, মো. তুর্য, ফয়সাল মিয়া, নাঈম আহমেদ খান, ইসফাক আহমাদ, সরকার এমদাদ উল্লাহ, শিহাব উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম, মো. সবুজ, মো. রফিকুল ইসলাম, এনামুল হক জামাল, মোহাম্মদ আলী, আসিফ হোসেন মানিক, আনিসুর রহমান সীমান্ত, মাহি খান, সোহেল রানা, রুশো সরকার, মো. সোহাগ, সোহাগ মিয়া, মেহেদী হাসান মামুন, নাঈম পাটোয়ারী, আনামুল হক শান্তসহ শতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন