দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২১টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির নেতারা বলেছেন, তারা মোট ২০০টি আসনে প্রার্থী দেবেন। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশনের কাছ থেকে দলটি নিবন্ধন লাভ করে। এই দলের নির্বাচনের প্রতীক একতারা। দলটি প্রতিষ্ঠা করেছেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী।
মন্তব্য করুন