সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবরোধ সফলে রাঙামাটিতে মিছিল পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।
আজ সোমবার সকালে রাঙামাটি জেলা শহরে মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল মজিদ নান্টু, মো. বায়েজিদ আহম্মেদ রনি, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদ, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ আলামিন, জেলা ছাত্রদলের সদস্য মুহাম্মদ মামুন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নিরব হাসান রাসেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য মুহাম্মদ মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ কফিল, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ রেজাউল করিম জনি, সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক, শ্রমিকদল নেতা দুলাল, ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মুহাম্মদ রনি, ১নং ওয়ার্ড যুবনেতা মুহাম্মদ আমিনুলসহ জেলা ছাত্রদলের অধিনস্থ কলেজ, পৌর, থানা বিভিন্ন ইউনিটের নেতার।
মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন