দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ৫৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
এর মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান আব্দুল্লাহসহ তিনজনের মনোনয়ন বৈধ হলেও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরিশাল-২ আসনে ঋণ খেলাপি অভিযোগে বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মিরাজ হোসেনসহ দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনুসসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বরিশাল ৩ আসনে ৯ প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সরদার মোহাম্মদ খালেদ হোসেন ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন রয়েছেন। বরিশাল ৪ আসনে চার প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদসহ দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। জাতীয় পার্টির মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এমপির মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বরিশাল-৫ আসনে আট প্রার্থী সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগে প্রার্থী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র শেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ রয়েছেন। বরিশাল-৬ আসনে ১৩ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. শাহরিয়ার মিয়া ও নূরে আলম শিকদারের এক শতাংশ ভোটের তথ্য সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
বরগুনা
বরগুনার জেলার দুটি আসনে ২২ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনে আ.লীগ প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ ৯ জনের মনোনয়ন বৈধ ও দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। বরগুনা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো মিজানুর রহমানসহ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। আ.লীগ প্রার্থী সুলতানা নাদিরা জলিসহ আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ভোলা
ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ১৭ প্রার্থী বৈধ এবং তিন প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এমপিসহ তিনজনের মনোনয়ন বৈধ ও স্বতস্ত্র এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোলা-২ আসনে দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আলী আজম মুকুল এমপিসহ ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপিসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোলা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিমসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঝালকাঠি
ঝালকাঠির দুটি আসনে ১৫ প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুনসহ ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দীন ইমরানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
পটুয়াখালী
পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৬ জনের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মো. মিজানুর রহমান বাবুলের ঋণ খেলাপী হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের এড. আফজাল হোসেনসহ চারজনের মনোনয়ন বৈধ হয়েছে। পটুয়াখালী-২ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আ.স.ম ফিরোজসহ চারজনের মনোনয়ন বৈধ হয়েছে। পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস.এম শাহজাদাসহ সাত প্রার্থী কারোর মনোনয়ন বাতিল হয়নি। পটুয়াখালী-৪ আসনে ছয় প্রার্থীর মধ্যে ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী মুহিববুর রহমানসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
পিরোজপুর
পিরোজপুরের তিনটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে পিরোজপুর-১ আসনে নয় প্রার্থীর মথ্যে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ পাঁচজনের মনোনয়ন বৈধ হয়েছে। পিরোজপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি প্রার্থী মো. খলিলুর রহমান খলিলের মনোনয়ন বাতিল হয়েছে। তবে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ নয়জনের মনোনয়ন বৈধ হয়েছে। পিরোজপুর-৩ আসনে ১৪ প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী মো. আশরাফুর রহমান ও বর্তমান এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজীসহ ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে।
মন্তব্য করুন