শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদ, অবৈধ সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। সেখানে নেতৃত্ব দেন মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।

তিনি বলেন, রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার তাদের অপশাসন ও জুলুমতন্ত্রে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস চলছে। এই ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। জামায়াত ও বিএনপিসহ বিরোধী দল ও মতের হাজার হাজার নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করেছে। পুলিশ প্রতিনিয়ত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। এভাবে দেশ চলতে পারে না। এই অবৈধ সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চলছে, এই স্বৈরাচার সরকারের বিদায় এবং এদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু জয়নব, মোজাফফর হোসাইন, মোহাম্মদ আবু মৃধা, মাওলানা দেলোয়ার হোসাইন, আবু সায়েম, জসিম উদ্দিন, কামরুল মুনীর ফুয়াদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

পুরান ঢাকায় সড়ক অবরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকায় সড়ক অবরোধ ও মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম আর আজাদের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল ফজল, নুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্যদিকে অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিভিন্ন স্পটে বিক্ষোভ, সমাবেশ ও পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরী ও থানা নেতারা বক্তব্য রাখেন।

বিক্ষোভকালে বক্তারা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার জন্যই গণদাবি উপেক্ষা করে কথিত নির্বাচনের নামে গণতন্ত্র হত্যার আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। কিন্তু জনগণ কেয়ারটেকার সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। তিনি সরকারকে নির্বাচনের নামে তামাশা বন্ধ করে ঘোষিত তপশিল বাতিল এবং অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় এ জন্য তাদের চড়ামূল্য দিতে হবে।

তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে গোটা দেশকেই এখন অঘোষিত কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী আন্দোলনকে আদর্শিকভাবে ও নৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা ও পোড়ামাটি নীতি গ্রহণ করছে। এজন্য তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২২ হাজার নেতাকমীকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুরাতন মামলায় অতিদ্রুততার সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এসব করে বাকশালী ও মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না বরং তাদের সব ষড়যন্ত্র বালির বাঁধের মতো ধসে পড়বে।

কাজীপাড়ায় বিক্ষোভ, পিকেটিং

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা মিরপুর কাজীপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে বক্তব্য রাখেন রাখেন স্থানীয় নেতারা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন খানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাহবুবুর রহমান, টিপু সুলতান, আমানুল্লাহ, জয়নাল, শ্রমিক নেতা মিজানুর রহমান, ছাত্রনেতা নাজমুল, মামুন ও রাজু আহমেদ প্রমুখ।

মিরপুর-১ জামায়াতের বিক্ষোভ, পিকেটিং

বৃষ্টি উপেক্ষা করে ঘোষিত ১০ দফার কর্মসূচির অংশ হিসেবে আজ মিরপুর ১ নম্বর, আনসার ক্যাম্প এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগরী মজলিসের সদস্য অন্যতম সদস্য জসিম উদ্দিন, ইমরান হোসেন, বিপ্লব, আজহার মুন্সীসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতারা।

মোহাম্মদপুরে মিছিল, পিকেটিং

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৭ ডিসেম্বর সকালে ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর অঞ্চলের নেতাকর্মীরা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য মাওলানা শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে মোহাম্মদপুর মধ্য থানা আমীর মশিউর রহমান, মোহাম্মদপুর দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাইমসহ স্থানীয় জামায়াত বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বাড্ডায় সড়ক অবরোধ

চলমান অবরোধের সমর্থনে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত ৬ ও ৭ ডিসেম্বর ৪৮ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের অংশ হিসেবে আজ ২য় দিনে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

পল্লবীতে জামায়াতের বিক্ষোভ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী অঞ্চলের উদ্যোগে মিরপুর-১২ পল্লবীতে সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জামায়াত নেতা জোবায়ের হোসেন রাজনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুহিবুল্লাহ, এনামুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X