দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বকশি হোটেলের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুবদল মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং যুবদল কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেলসহ মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা যুবদলের নেতারা। মিছিল থেকে একতরফা তপশিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার, গুম, নির্যাতন বন্ধ ও রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।
মন্তব্য করুন