কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে এ রায় দেয় কমিশন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
হলফনামায় মামলার তথ্য গোপন ও ব্যাংক ঋণের চারটি তথ্যের মধ্যে ১টি উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন