বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
নোয়াখালী-২

স্বতন্ত্রের লোকজনকে নৌকার প্রার্থীর হয়রানির অভিযোগ

নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান সংবাদ সম্মেলন করেছেন। ছবি : কালবেলা
নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান সংবাদ সম্মেলন করেছেন। ছবি : কালবেলা

নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের ব্যাপক জনসমর্থন এবং মানুষের গণজোয়ার তৈরি হওয়ায় ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন বলে অভিযোগ এ স্বতন্ত্র প্রার্থীর।

বুধবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসমর্থন এবং মানুষের গণজোয়ার তৈরি হয়েছে আমার পক্ষে। শুধু তাই নয় এই গণজোয়ারে সামিল হয়েছে এ উপজেলায়, পৌরসভা ও ইউনিয়নের সর্বস্তরের নেতারা। নিয়মিত আমরা বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার প্রতিপক্ষ নৌকার প্রার্থী মোরশেদ আলম আমার পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন।’

তিনি বলেন, ‘গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের লালিত কিশোর গ্যাং ও হেলমেট বাহিনি ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আমার নির্বাচনী প্রচারণার সভায় আমার নেতাকর্মীদের অস্ত্র দিয়ে গুলি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আমার এক নারী সমর্থকের বাড়িতে গিয়ে প্রথমে ৫ রাউন্ড গুলি করে, হাতবোমা মারে, ককটেল বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলমেট বাহিনি তাদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনার লিড দিয়েছে এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরাভ হোসেন সুমন। যে কিনা এর আগে স্বতন্ত্রের পক্ষে ভোট করলে পিটিয়ে মেরা ফেলবে বলে প্রকাশ্যে হৃমকি দেয়, এমন ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আমরা অভিযোগ ও মামলা করেছিলাম তাও সে ঘটনার কোনো প্রতিকার পাইনি। এ হেলমেট বাহিনি সন্ধ্যা হলেই বহিরাগতদের নিয়ে বের হয়ে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং আমার নেতাকর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত।’

তিনি আরও বলেন, ‘গত সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখেছি এবং আপনাদের সংবাদমাধ্যমে দেখেছি সোমবার বিকেলে কেশারপাড় ইউনিয়নের দমদমা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক লোকে সমাবেশ চলাকালীন শতশত নেতাকর্মীর সামনে স্টেজে মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। শত হলে ৭৮ বছরের বয়োবৃদ্ধ আমাদের এমপি তিনি। এ ঘটনার পর আমি নিজেও আমার ফেসবুকে পোস্ট করে এ ঘটনার নিন্দা জানিয়েছি। কয়েকটা পত্রিকায় ও টিভিতে দেখেছি এমপিকে জুতা দিয়ে পেটানো ওই লোক মানসিক ভারসাম্যহীন আবার কেউ কেউ সংবাদ করেছে মোরশেদ আলমের নিকটতম লোকজনের দ্বারা তাদের পরিবার বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছিল তাই রাগে ক্ষোভে সে প্রকাশ্যে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল এমপি মোরশেদ আলমকে। কিন্তু এর পরপরই নতুন করে নাটক সাজিয়েছে তারা।’

এ স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী বলেন, ‘আমার নির্বাচনের দায়িত্বে থাকা লোকজনকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছেন। তারা মামলায় উল্লেখ করেছে ধারাল অস্ত্র দিয়ে নাকি তাকে হত্যা চেষ্টা করেছে, অথচ ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে জুতা দিয়ে একজনে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল। তারা দেউলিয়া হয়ে এখন মিথ্যা ও বানোয়াট মামলার খেলায় নেমেছে। মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না। জনবিস্ফোরণ ঘটবে আগামী ৭ তারিখে কাঁচি মার্কার। আমাদের বিজয় উৎসবের মাধ্যমে মামলাবাজ হেলমেট বাহিনিদের জবাব দিবে জনগণ।’

তিনি বলেন, ‘আমি বারবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনাগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অস্ত্র উদ্ধার করতে পারেনি। হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরভ হোসেন সুমনকে আটক করতে পারে নি। উদ্ধার করা হয়নি অস্ত্র, ঠেকানো যায়নি বহিরাগত সন্ত্রাসীদের আগমন, আমার পোস্টার ছেঁড়ার অভিযোগ এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১০

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১১

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১২

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৩

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৪

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৫

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৬

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৭

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৮

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৯

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

২০
X