আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উত্তর বাড্ডা বাজার ও প্রধান সড়কে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিমন, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল খান, শেরেবাংলা থানা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হীরা।
আরও উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সাবেক সহ সংগঠনিক মো. মাসুদ, বাড্ডা থানার নাসির, ইমন, নাঈম, রানা, গুলশান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন শিবলী, যুবনেতা মোহাম্মদ আরিফ হোসেন, রামপুরা থানার মো. ইয়াসিন মিয়া, হাতিরঝিল থানার রাহাদুল ইসলাম তন্ময় ও মোহাম্মদ রাব্বিসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন