দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে কেন্দ্র ঘোষিত মিছিল ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল-শাপলা চত্বরে যুবদলের কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে মিছিল এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মিজানুর রহমান সুমন, হেদায়েত হোসেন ভূইয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ এবং যুবদল নেতা ওমর ফারুক, শফিকুল ইসলাম ইমন, অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম মীর, অ্যাডভোকেট আরিফ খান, মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, কাজী মঞ্জুর রহমান, মহিন উদ্দিন বেগ সুজন, সাইফুল বাছির সোহেল।
মন্তব্য করুন