কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের নীরব প্রতিবাদ দেশে নতুন গণপ্রতিরোধের সূচনা করবে : গণতন্ত্র মঞ্চ

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

একদিকে ভোটদানের অধিকার কেড়ে নিয়ে রঙ্গ-তামাশার আয়োজন চূড়ান্ত, অন্যদিকে মানুষকে ভয় দেখানোর নির্মম পদ্ধতিগুলোর মঞ্চায়ন দেখতে পাওয়া যাচ্ছে। সারা দেশে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে, জোর জবরদস্তি করে, টাকা ছিটিয়ে ভোটকেন্দ্রে আনার পাঁয়তারা চলছে। জনগণের শান্তিপূর্ণ ভোট বর্জনের কর্মসূচির ওপর হামলে পড়ছে।

শনিবার (৬ জানুয়ারি) গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘একতরফা ভোট বর্জনের আহ্বানে’ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেহেরবা প্লাজা থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।

নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা ভোটাধিকারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ-কর্মসূচি করলেও তাদের নাম ঠিকানা নিয়ে তাদের অভিভাবকদের ফোনে হুমকি দিচ্ছে সরকার। এ সরকার লুটেরাদের সাথে ক্ষমতার ভাগ-বাটোয়ারা করে দেশে ব্যাংক-লুট, টাকা-পাচার ও মাফিয়াতন্ত্রকে পাকাপোক্ত করার নির্বাচন করছে। যাতে এ নির্বাচনটা নিরাপদ ও ন্যায্য বাধা-বিরোধিতা ছাড়া তারা করতে পারে সেজন্য বিরোধীদের ২৭ হাজার নেতাকর্মীকে আটক করেছে। এ তামাশায় ২ হাজার কোটি টাকাও খরচ করা হচ্ছে।

নেতারা আরও বলেন, ট্রেনে আগুন লাগিয়ে চারজন মানুষের মৃত্যু ভয়ংকর ও মর্মান্তিক। অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নেতারা মানুষের জীবন নিয়ে খেলার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসলি জমি কেটে খাল খনন

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

বিএনপির এক নেতা বহিষ্কার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

১০

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

১১

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

১২

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

১৩

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

১৪

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

১৫

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

১৬

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

১৭

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

১৮

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

১৯

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

২০
X