বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯) বাদ আসর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইলাম খান।
এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এসএম আব্দুল হালিম, আব্দুর রশিদ সরকার, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আফরোজা খানম রিতা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ড. মামুন আহম্মেদ, নুর মোহাম্মদ খান, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন, ড. আসাদুজ্জামান রিপন, রিয়াজ উদ্দিন নসু, আনিসুজ্জামান খান বাবু, শিরিন সুলতানা, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, কাদের গণি চৌধুরী, বিলকিস ইসলাম, সেলিম রেজা হাবিব, কাজী মফিজুর রহমান, আমিনুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, মহিলা দল ও ওলামা দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।
মন্তব্য করুন