বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অনেক মিথ্যা কথা বলেছে সরকার। কিন্তু সরকার কি পেরেছে কারও মনে দাগ বসাতে? তারা কারও মনে দাগ বসাতে পারেনি।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি ও জিয়াউর রহমানের দর্শন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
বিএসপিপির আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও অংশ নেন অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কুদ্দুস, সিরাজ উদ্দিন আহমেদ, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ রাশিদুল হাসান হারুণ, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক মো. নুরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে খান মো. মনোয়ারুল ইসলাম, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাহানারা সিদ্দিকী প্রমুখ।
সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতে গেলে যার নাম আসে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণকে আশা দেখিয়ে যুদ্ধে যাওয়ার আহ্বান করেছিলেন জিয়াউর রহমান। তার ডাকে উদ্বুদ্ধ হয়ে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটি মিরাকল দিয়ে বাংলাদেশকে তলাহীন ঝুড়ি থেকে বিশ্বের অন্যান্য জায়গায় নিয়ে যান। তিনি যে সবুজ বিপ্লব করেছিলেন সেই দর্শন আজ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি। তিনি যে কাজ করেছিলেন সেটি হলো জাতিসত্তার পরিচয় তথা বাংলাদেশি জাতীয়তাবাদ।
পেশাজীবী নেতাকর্মীদের উদ্দেশ্য করে সেলিমা রহমান বলেন, আপনারা জনগণের হয়ে কাজ করেন। তাদের সম্পৃক্ত করুন। আন্দোলন চলবে।
মন্তব্য করুন