

দেশের পর্যটন খাতে বিনোদন ও আবাসনের নতুন মাত্রা যোগ করতে ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট বাজারে নিয়ে এসেছে ‘ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড। এই মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে সদস্যরা পাবেন হোটেলে ফ্রি আবাসনসহ নানা ধরনের বিশেষ সুবিধা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাত্র ৫০,০০০ টাকায় ক্রয়যোগ্য এই কার্ডের মাধ্যমে সদস্যরা কক্সবাজারের ‘দ্য কক্স টুডে’ হোটেলসহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে ডি’মোরের আওতাধীন হোটেলগুলোতে ফ্রি আবাসন উপভোগ করতে পারবেন। মোটামুটি প্রায় তিন লক্ষাধিক টাকার সুবিধা মেম্বারদের জন্য উন্মুক্ত থাকবে।
ডি’মোরের আওতাধীন হোটেলগুলো হলো, ডি’মোর ঢাকা হোটেল অ্যান্ড রিসোর্ট, ডি’মোর কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্ট, ডি’মোর বান্দরবান হোটেল অ্যান্ড রিসোর্ট, ডি’মোর সাজেক ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্ট, ডি’মোর চট্টগ্রাম হোটেল অ্যান্ড রিসোর্ট ও ডি’মোর শ্রীমঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্ট। এই হোটেলগুলোতে মেম্বাররা ফ্রি আবাসনসহ নানা সার্ভিসে বিশেষ ছাড়ও পাবেন।
ক্লাসিক মেম্বারশিপ কার্ডের উদ্বোধন ও মোড়ক উন্মোচন করেন ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট ও দ্য কক্স টুডের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মহিউদ্দিন খান খোকন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন করপোরেট খাতের সম্মানিত ব্যক্তিত্ব, ভ্রমণ শিল্পের সেলিব্রিটি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন , ডি’মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মাধ্যমে দেশের পর্যটকরা ভ্রমণের সুযোগ আরও সহজ, নিরাপদ এবং আনন্দদায়কভাবে উপভোগ করতে পারবেন। পাশাপাশি এটি দেশের পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন