নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
শুক্রবার (৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি রেস্তোরাঁয় মহানগর কল্যাণ পার্টির উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এই সরকারকে আগে ঘোষণা করতে হবে যে- আগামী নির্বাচন একটি নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তারপর ক্ষমতা ছাড়তে হবে। এর আগ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আমরা কোনো ফরম্যাটেই আলোচনায় অংশ নিতে চাই না, সংলাপের প্রশ্নই আসে না।
কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বলেন, দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দেশের মানুষ খুশি হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে আমরা স্বাগত জানাব।
নগর সভাপতি সাজিদ ইকবালের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মামুন জোয়ার্দারের সঞ্চালনায় ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট জহুরুল হক আনসারী, প্রফেসর ওসমান গনি, প্রফেসর ফরিদুল আলম, চৌধুরী এস ইউ শাহীন, মুহাম্মদ মহিউদ্দিন, মোর্শেদা বেগম, মুসলিম সিকদার, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মাহবুবুল আলম, রফিকুল ইসলাম মোর্শেদ, মীর নাজীবুল্লাহ কায়সার, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, শাহীনূর আক্তার, সাদ্দাম হোসেন সাইমন, মুহাম্মদ মার্তুজা হুসাইন, অ্যাডভোকেট আবদুল মোতালেব আল-কাদেরী, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, মুহাম্মদ এয়াকুব আলী, মুহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক রঞ্জন রায় চৌধুরী, আমেনা বেগম, শাহাব উদ্দিন শামীম, মুহাম্মদ অলিউল্লাহ, মুহাম্মদ মোশাররফ হুসাইন, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ জাফর সর্দার, বাবুল ফরায়েজী, মুহাম্মদ সুমন, রাশেদা বেগম ববিতা, আবদুল কাদের, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ আল-আমিন, ওমর ফারুক আজাদ, নিতাই বিশ্বাস, হাসনা হেলেন, ইকবাল হুসাইন, কামরুল ইসলাম, হাসনা জেবিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হুসাইন, মাহাথির হক মুনতাসির, গালিব মুহাম্মদ তাওসীফ ইমরুল কায়েস, হাসান রাশেদ প্রমুখ।
মন্তব্য করুন