বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকার আবার ‘নির্বাচন নির্বাচন খেলা’ শুরু করেছে: ফখরুল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক-কর্মচারীদের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক-কর্মচারীদের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার আবার ‘নির্বাচন নির্বাচন খেলা’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক-কর্মচারীদের এক সমাবেশে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে মানুষের ভোট দেয়ার অধিকার নেই। ২০১৪ সালে আমরা ভোট দিতে পারিনি, ২০১৮ সালেও আমরা ভোট দিতে পারিনি। এখন আবার নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়ে আবার নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন। সে জন্য একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। কোনো নির্বাচন এদেশে হবে না যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়। এজন্য এই সরকারকে পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুচিন্তিত ও সচেতনভাবে সাধারণ মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজকে শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের কাজের কোনো সংস্থান নেই। অথচ সরকারের সঙ্গে যারা আছে তারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, লুটতরাজ করে এদেশ থেকে টাকা পাচার করে দিচ্ছে।’

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন শুরু করেছে জানিয়ে এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই শ্রমিক-কর্মচারী সমাবেশ হয়। এসময় রাজধানীর ফকিরেরপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেয় এবং মগবাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান, শ্রমিক দলের মোস্তাফিজুল করিম মজুমদার, কাজী মো. আমীর খসরু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে শ্রমিক সমাবেশ শেষে বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত ‘স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কমিটির আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১০

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১১

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১২

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৪

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৫

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৬

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৭

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৯

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

২০
X