যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিয়ানমার এবং ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত বাংলাদেশিদের স্মরণে দোয়া মাহফিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন-এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাড. আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাড. নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. নূরে আলম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এ বি এম সেলিম, সাংস্কৃতিক দলের মাসুদ, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ অন্যরা।
মন্তব্য করুন