বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের অধিকার আদায়ে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আইনজীবীদের নিয়ে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে। এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতিকে একটি আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত আইনজীবী সমিতি হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদে বিশ্বাসী প্যানেলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের বিচারব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীগণকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাড. গিয়াস উদ্দিন মিঠু, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, অ্যাডভোকেট রেজাউল হক রিয়াজসহ বিজ্ঞ আইনজীবী নেতারা।
উল্লেখ্য, আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪-২৫ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে নীল প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ব্যালট নং-২, সদস্য প্রার্থী হিসেবে রেজাউল হক রিয়াজ ব্যালট নং-১৮ ও মো. আরিফ ব্যালট নং-৯ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন