বিএনপির কুমিল্লা বিভাগের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আধিপত্যবাদের করাল গ্রাস দেশকে রক্ষা করতে হবে। তাবেদার সরকার দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জাতি তাকিয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের বিকল্প নাই।
মঙ্গলবার (৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে কারাবন্দী নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি খুব শীঘ্রই ক্ষমতায় আসবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফ এম তারেক মুন্সি, সৈয়দ রফিক মীর, জেলা যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমদ, সৈয়দ মোস্তাক মীর প্রমুখ।
মন্তব্য করুন