কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ বেলায়েত হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন দলটির আমির চরমোনাই পীর। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ বেলায়েত হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন দলটির আমির চরমোনাই পীর। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) বলেছেন, জনগণের দুঃসময়ে ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলেও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবেন, যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে।

তিনি বলেন, কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। ওয়াসার কাজের শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতিবাজদের শাস্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে হবে।

শনিবার (১ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম সৈয়দ বেলায়েত হোসেনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, সরকার একমুখী সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা খেলছে। এই খেলা থেকে সরে আসতে হবে। আগের কারিকুলাম কেনো ব্যর্থ হলো, এর জন্য কে দায়ী, কে জবাবদিহি করবে, এ ক্ষতি কীভাবে পূরণ হবে-এ বিষয়ে তখন সরকার বেমালুম ভুলে যায়।

তিনি বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে এদেশের অধিকাংশ জনগণের চিন্তা চেতনার আলোকে প্রনয়ণের দাবি জানান। শিক্ষা থেকে শরীফ থেকে শরীফার গল্প বাদ দিতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামীতাকে প্রমোট করলে ধর্মপ্রাণ জনগণ বসে থাকবে না।

চরমোনাই পীর বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন একজন দৃঢ়চেতা দীনের দায়ী। অন্যায়ের ব্যাপারে কোনো আপোস করেননি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। পরে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তিনি।

সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির আব্দুল হক আজাদ, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান, কেএম আতিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মেম্বার, সুলতান আহমদ খান, ডা. কামরুজ্জামান, শাহীন আহমদ, ইলিয়াস হোসাইনসহ জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১০

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১১

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১২

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১৩

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৪

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৫

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৭

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৮

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৯

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০
X