আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়।
শনিবার (২২ জুলাই) ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার আলোকিত দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠতে হবে। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে ব্যাহত করার। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি। যতই ষড়যন্ত্র হোক আর যতই চক্রান্ত হোক জনগণই তা রুখে দিবে।
তিনি বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়ার জন্য যেমন অধিকার রয়েছে তেমনি নির্বাচন বর্জনেরও অধিকার রয়েছে। তবে আমরা চাই সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। যারা নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি আরও বলেন, বিএনপি সহিংস আন্দোলন ডাক দিলে জনমনে আতঙ্ক দেখা দেয়। আর আওয়ামী লীগ এ দুর্দিনে জনগণের পাশে এসে দাঁড়ায়। জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে , জনগণের শান্তির জন্য ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে সমাবেশ করে যাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই ওই সহিংস আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সংসদের সদস্য সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অন্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন