আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এই প্রথম মালদ্বীপ প্রবাসীদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের জমকালো আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) দেশটির রাজধানীর মাপানু ফুটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মালদ্বীপে অবস্থিত শ্রীলংকা, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশসহ অভিবাসীদের ৪টি ফুটবল দল অংশগ্রহণ করে। এই ফুটসাল টুর্নামেন্টে বিভিন্ন দেশের মোট ২০টি প্রবাসীদের ফুটবল টিম অংশ করে।
দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে টান টান উত্তেজনা, উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনে ফাইনাল খেলায় এমবি এফসি একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফ্রেন্ডস ক্লাব একাদশের আসিফ। সেরা গোলকিপার এমবিএসসির সিয়াম।
ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার মো. বাবুল হোসেন, সেরা গোলকিপার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ থেকে আগত রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
সাপ্তাহিক ছুটির দিনে বিপুল প্রবাসীর উপস্থিতিতে মাঠের কানায় কানায় পূর্ণ হওয়া এই যেন এক টুকরো বাংলাদেশ। প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই প্রবাসীদের প্রত্যাশা প্রতি বছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
মন্তব্য করুন