সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আমিরুল ইসলাম (৩৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের বাসিন্দা। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের আবহায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম ছয় মাস আগে সৌদি আরবের আবহা জেলার বিশা নগরীতে যান। তিনি পেশায় গাড়িচালক। সেখানে ময়লার গাড়ি চালাতেন তিনি। প্রতিদিনের মতো তিনি কাজে বের হন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
এ ঘটনায় গুরুতর আহত আমিরুল ইসলামকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
রাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমিরুল দুই সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবার দিশেহারা।’
মন্তব্য করুন