বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও সনাতন সম্প্রদায়ের ঐশ্বর্য, উন্নতি, আলো, সৌভাগ্য সাহস ও সৌন্দর্যের প্রতীক লক্ষ্মী পূজা আগামীকাল শনিবার (২৮ অক্টোবর)।
পূণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব তথাগত গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। আর শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে।
পৃথক ধর্মীয় উৎসব উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজন করেছে স্ব-স্ব সম্প্রদায়ের লোকজন। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরে ঘরে আয়োজন করেছে লক্ষ্মী পূজোর।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় কালবেলাকে বলেন, এ দিনে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বহুজনের হিতের জন্য, বহু জনের সুখের জন্য দিকে দিকে সর্দ্ধমকে প্রচার ও প্রকাশ করার নির্দেশ দেন। এ দিনে ত্রৈমাসিক বর্ষাব্রতের পরিসমাপ্তির দিন। এ উপলক্ষে ফেডারেশনের পক্ষ থেকে মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভাবগম্বীর পরিবেশে দিবসটি পালন করবে। সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল সাতটা ১০মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাস, ১০টায় শীল গ্রহণ ও বুদ্ধ পূজা, ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান, বিকাল পাঁচটায় আলোচনাসভা ও সন্ধ্যায় বর্ণাঢ্য ফানুস উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বিশেষ অতিথি থাকবেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডিএমপি কমিশনার হবিবুর রহমান।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজধানীর মিরপুরের শাক্যমুনি বৌদ্ধবিহার, বাসাবো বৌদ্ধ মন্দিরসহ দেশের সকল বৌদ্ধ বিহারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সম্প্রদায়ের লোকজন বলছেন, প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে।
শ্রী শ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মণ্ডল ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) দুই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আজকের হিংসা ও বিদ্বেষপূর্ণ পৃথিবীতে এই উৎসবসমূহ মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শান্তি, সমৃদ্ধি ও অহিংসার এগিয়ে নিয়ে যেতে পারে।
মন্তব্য করুন