কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাশরাফির নামে গুজব

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার রাজপথে নামার দাবিতে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ওই দাবিতে টিকটকে ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত প্রায় এক লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এই ভিডিও প্রায় দেড় হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ৪ শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনদের ওই দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।

তবে শেখ হাসিনার জন্য রাজপথে নামার এই দাবি ও প্রচারিত ছবি কোনোটিই সঠিক নয় বলে রোববার এক প্রতিবেদনে পরিষ্কার করেছে জনপ্রিয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটির টিম অনুসন্ধানে জানতে পারে, আলোচিত এই ভিডিও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মাশরাফির রাজপথে নামার নয় বরং, ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক পুরোনো ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, সেখানে মাশরাফি বিন মুর্তজা ও বিভিন্ন ব্যক্তির একাধিক ফুটেজ যুক্ত করা হয়েছে। তবে ওই ফুটেজগুলোর কোথাও মাশরাফিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলতে শোনা যায়নি।

বিষয়টি যাচাইয়ে ওই ভিডিওতে সংযুক্ত প্রাসঙ্গিক ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

ফুটেজ যাচাই ১ আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চট্টগ্রামের স্থানীয় সংবাদমাধ্যম Cplus TV-এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩১ আগস্ট ‘কক্সবাজারে অর্ধলাখ নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগের শোক র্যালি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর শুরুর অংশের সঙ্গে আলোচিত ভিডিওর শুরুর অংশের মিল পাওয়া যায়।

সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২২ সালে জেলা ছাত্রলীগ আয়োজিত শোক র্যালির ভিডিও।

অর্থাৎ এই ভিডিও সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই।

ফুটেজ যাচাই ২ আলোচিত ভিডিওর মাশরাফির বক্তব্যের একটি ফুটেজ থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মাশরাফির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মাশরাফির বক্তব্যের একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।

সেখানে উল্লেখিত ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ক্রিকেট সম্পর্কিত একটি ভিডিও। অর্থাৎ এই ভিডিও সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই।

পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মাশরাফির রাজপথে নামার বিষয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাম্প্রতিক সময়ে মাশরাফির রাজপথে নামার তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

১০

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১১

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

১২

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

১৩

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

১৪

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

১৫

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

১৭

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

১৯

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

২০
X