দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিন সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে এলএএফসিতে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই যেন বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন রেকর্ড গড়েছেন এশিয়ার এই ফুটবল সুপারস্টার।
সনের নতুন ক্লাবের সহসভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের ভাষায়, সনের জার্সি এখন শুধু এমএলএস নয়—পুরো বিশ্বের যে কোনো ক্রীড়াবিদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এমনকি লিওনেল মেসিকেও পেছনে ফেলে।
থরিংটন জানিয়েছেন, সনের সাইনিং ঘোষণার পর থেকে রিয়েল-টাইম বিক্রির তথ্য বলছে, তিনি এনবিএ সুপারস্টার লেব্রন জেমস, স্টিফেন কারি এবং ফুটবল আইকন মেসি—সবাইকে ছাড়িয়ে গেছেন। ‘এখন দ্বিতীয় সপ্তাহ চলছে, আর আমরা শুধু এমএলএসের সর্বাধিক বিক্রিত ফুটবল জার্সি নিয়ে কথা বলছি না। এটা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক বিক্রিত জার্সি,’ বলেন থরিংটন।
৯ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে এমএলএস অভিষেকের পর থেকে সনকে ঘিরে ভক্তদের আগ্রহ আকাশছোঁয়া। সেই উত্তেজনা আরও বাড়াতে আসছে ২৭ আগস্ট—যেদিন লস অ্যাঞ্জেলেস ডজার্সের মাঠে বেসবল ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রথম বল ছুঁড়বেন তিনি। সেদিন সান দিয়েগো প্যাড্রেসের বিপক্ষে খেলার আগে ডজার্স ও এলএএফসি সমর্থকেরা একসঙ্গে উদযাপন করবেন কোরিয়ান সুপারস্টারের উপস্থিতি।
এমএলএস ক্লাবগুলো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তারকাদের মাধ্যমে মার্কিন ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সনের ডজার্স ইভেন্টে অংশগ্রহণও সেই পরিকল্পনার অংশ—যেখানে ফুটবলপ্রেমীদের সঙ্গে যুক্ত হচ্ছে বেসবলভক্তরাও।
শনিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারেন সন হিউং মিন। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সের মতো জার্সি বিক্রির রেকর্ডেও তার আধিপত্য কতদিন বজায় থাকে।
মন্তব্য করুন