কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:৫৭ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

আলোচিত ভিডিওটি মৃত বাবার কাছ থেকে টিপসইয়ের মাধ্যমে সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনার নয়। ছবি : সংগৃহীত
আলোচিত ভিডিওটি মৃত বাবার কাছ থেকে টিপসইয়ের মাধ্যমে সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনার নয়। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, অফিস কক্ষে চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। অন্য আরেকজন তার থেকে টিপসই নিচ্ছেন। একই রুমে আরও কয়েকজন উপস্থিতি আছেন। ভিডিওটি ছড়িয়ে প্রচার করা হচ্ছে, ‘এটি একজন মৃত বাবার কাছ থেকে তার সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য টিপসই নেওয়ার দৃশ্য। কিছু পোস্টে দাবি করা হয়েছে, টিপসই নেওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তির সন্তান।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি মৃত বাবার কাছ থেকে টিপসইয়ের মাধ্যমে সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির পর উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খানের জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমের ভিডিও। ভিডিওতে থাকা মো. হোসেন খান জীবিত আছেন।

এ বিষয়ে প্রচারিত দাবিগুলো পর্যবেক্ষণের সময় একটি পোস্টে সফিউল্লাহ শেখ নামের এক ব্যক্তির মন্তব্য (কমেন্ট) পাওয়া যায়। তিনি সেখানে লেখেন, ভিডিওটি সত্য নয়। তিনি দাবি করেন, ভিডিওতে বসা ব্যক্তি ও পাশে দাঁড়ানো নারী স্বামী-স্ত্রী, যাদের কাছ থেকে তার কোম্পানি জমি ক্রয় করেছে। অসুস্থতার কারণে ওই ব্যক্তির বাসায় অফিসের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছিল এবং ভিডিওটিতে সেটিই দেখা যাচ্ছে।

ঘটনার বিস্তারিত জানতে সফিউল্লাহ শেখের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, তিনি একটি বেসরকারি হাউজিং কোম্পানিতে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ভিডিওটি মূলত জমি রেজিস্ট্রেশনের ডকুমেন্টেশনের জন্য ধারণ করা হয়েছিল এবং পরে তার অফিসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু ভিডিওটির খণ্ডিত অংশ ব্যবহার করে ভিন্ন দাবি ছড়িয়ে পড়ায় অফিসের পেজ থেকে এটি ডিলিট করা হয়। তিনি আরও নিশ্চিত করেছেন, ভিডিওতে বসা ব্যক্তি মারা যাননি; তিনি অসুস্থ থাকলেও জীবিত আছেন।

উইনম্যাক্স মোবাইল নামের একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে (১৩ আগস্ট) একটি পোস্ট করে। পোস্টে ভিডিওটির দুটি স্থিরচিত্র যুক্ত করে জানানো হয়, ভিডিওতে থাকা ব্যক্তি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, ‘সম্প্রতি আমাদের চেয়ারম্যান স্যারের সম্পর্কিত একটা ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু দুষ্কৃতকারী অসত্য তথ্য প্রচার করেছে, যা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছি। এম এইচ টেকনোলজি লিমিটেডের সব শুভাকাঙ্ক্ষীকে অবহিত করছি যে, এই মিথ্যা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

রিউমর স্ক্যানার জানায়, অসুস্থ ব্যক্তির টিপসইয়ের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রমের ভিডিওকে মৃত বাবার কাছ থেকে সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হামজার চোট কতটা গুরুতর, যা জানা গেল

কিছু ছোট পরিবর্তনেই বদলে যাবে আপনার পুরো লুক

রাজধানীতে আজ কোথায় কী

২৮ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে নরওয়ে

২৯ দিনের ব্যবধানে চট্টগ্রামের নতুন ডিসি জাহিদুল 

মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

কল ও টেক্সট করে হত্যার হুমকি, অভিযোগ হাদির

এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

১০

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

১১

তেঁতুলিয়ায় তীব্র হচ্ছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

১২

ক্ষমা চাইল বিবিসি, মানহানির অভিযোগ প্রত্যাখ্যান

১৩

পুলিশ দেখে দৌড়, আটকের পর জানা গেল তিনি যুবলীগ নেতা

১৪

রোনালদোর লাল কার্ডে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

১৫

১৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

এসএসসি পাসেই নেয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৭

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

১৮

নিয়োগ দিচ্ছে আড়ং, দ্রুত আবেদন করুন

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X