কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‌‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে শামা ওবায়েদের নামে ছড়ানো খবরটি ভুয়া

ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।
ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে বলে শামা ওবায়েদের নামে থাকা ফেসবুক আইডি থেকে খবর প্রচার হলে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) রাতে শামা ওবায়েদ নামে থাকা ফেসবুক পেজে প্রচার করা হয়, ‌‘৩১ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ’।

স্ট্যাটাসটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই দেখা যায় সেটিতে লাইক পড়েছে প্রায় দুই হাজার তিনশ, কমেন্টস করেছেন ৫৪৭ জন এবং শেয়ার করা হয়েছে ৩৬৪টি আইডি থেকে।

এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘আমার ফেসবুকে কোনো আইডি বা পেজ নেই, আমার নামে অনেকেই আইডি এবং পেজ চালাচ্ছে। কেবা কারা এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তা আমার জানা নেই।’

প্রচার হওয়া সেই স্ট্যাটাসের কমেন্টসে দেখা যায়, সাইয়েদ মুস্তাক আহমেদ বলেন, ‌‘সব পালিয়েছে! এখন এসব বলে সাধারণ কর্মীদের চাঙ্গা রাখতে চান? পরে যাতে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারেন এদের সহজ সরল মন নিয়ে!!!’

জাকির হোসেন নামে একজন কমেন্টসে লেখেন, ‘কোনো গণমাধ্যমে দেখলাম না, অন্য কারো টাইমলাইনেও পাইলাম না। এটা কী গুজব ছড়ানো হচ্ছে।’

আরিয়ান খান নামে একজন লেখেন, ‘ফেইক নিউজ। এটা ওনার আইডি না এটা ফেইক আইডি। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’

হাফিজ উল্লাহ নামে একজন লেখেন, ‌‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান এতে করে এরকম একটি সমাধান বলে-কয়ে হবে বলে মনে হয় না। শামা ওবায়েদ আইডিটি ফেইক কিনা তাও নিশ্চিত নই।’

মো. মোরশেদ আলম লেখেন, ‘আপু ফেইক নিউজ থেকে বিরত থাকুন আপনি যেই হোন না কেন যদি সত্যিই আপনি শামা ওবায়েদ আপু হয়ে থাকেন তাহলেও বলব গুজব এড়িয়ে চলুন, এই সরকারকে ধাক্কা দিতে হবে, আর ধাক্কা দিতে প্রয়োজন রাজপথ। এই ফেইক নিউজ তৃণমূলের কর্মীদের হতাশ করে দেয়।’

উল্লেখ, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে কালবেলার সূত্র দিয়ে ডা. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

কালবেলার নামে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এই বিষয়ে তারা তাদের ওবেসাইটে সংবাদটি মিথ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়- ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন শীর্ষক তথ্য জাতীয় ‘দৈনিক কালবেলা’-তে প্রকাশিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বরং কালবেলায় এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সুরমা নিউজের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কালবেলার ওয়েবসাইট, গেল কয়েক দিনের প্রিন্ট সংস্করণ এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ড. ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়া সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জুলাই শহীদদের আত্মত্যাগই আমাদের চালিকাশক্তি : উপদেষ্টা আদিলুর রহমান

এবার শাকিবের বিপরীতে নাসির উদ্দিন খান

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

রাতের আঁধারে উধাও জার্মান সেনাবাহিনীর বিপুল গোলাবারুদ

নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট, নাহিদের প্রতিক্রিয়া

ট্রাম্পের হস্তক্ষেপে মুক্তি পেলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

প্রাথমিকে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষকদের যে হুঁশিয়ারি দিল মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা জানাল গাজা

১০

সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

১১

তোমাকে ফিরে পেয়ে কত খুশি তা বলার কোনো ভাষা নেই : সাবিকুন নাহার

১২

আলট্রা-লার্জ ব্যাটারিসহ বাজারে এলো নতুন মোবাইল ফোন

১৩

বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে : সালাহউদ্দিন আহমদ

১৪

ট্রাকের ধাক্কায় থেমে গেল শিশু সাদের জীবন

১৫

সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার 

১৬

রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে রাতভর পাহারা দিল কুকুর

১৭

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা : শামীম

১৮

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

১৯

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

২০
X