কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‌‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে শামা ওবায়েদের নামে ছড়ানো খবরটি ভুয়া

ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।
ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে বলে শামা ওবায়েদের নামে থাকা ফেসবুক আইডি থেকে খবর প্রচার হলে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) রাতে শামা ওবায়েদ নামে থাকা ফেসবুক পেজে প্রচার করা হয়, ‌‘৩১ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ’।

স্ট্যাটাসটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই দেখা যায় সেটিতে লাইক পড়েছে প্রায় দুই হাজার তিনশ, কমেন্টস করেছেন ৫৪৭ জন এবং শেয়ার করা হয়েছে ৩৬৪টি আইডি থেকে।

এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘আমার ফেসবুকে কোনো আইডি বা পেজ নেই, আমার নামে অনেকেই আইডি এবং পেজ চালাচ্ছে। কেবা কারা এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তা আমার জানা নেই।’

প্রচার হওয়া সেই স্ট্যাটাসের কমেন্টসে দেখা যায়, সাইয়েদ মুস্তাক আহমেদ বলেন, ‌‘সব পালিয়েছে! এখন এসব বলে সাধারণ কর্মীদের চাঙ্গা রাখতে চান? পরে যাতে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারেন এদের সহজ সরল মন নিয়ে!!!’

জাকির হোসেন নামে একজন কমেন্টসে লেখেন, ‘কোনো গণমাধ্যমে দেখলাম না, অন্য কারো টাইমলাইনেও পাইলাম না। এটা কী গুজব ছড়ানো হচ্ছে।’

আরিয়ান খান নামে একজন লেখেন, ‘ফেইক নিউজ। এটা ওনার আইডি না এটা ফেইক আইডি। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’

হাফিজ উল্লাহ নামে একজন লেখেন, ‌‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান এতে করে এরকম একটি সমাধান বলে-কয়ে হবে বলে মনে হয় না। শামা ওবায়েদ আইডিটি ফেইক কিনা তাও নিশ্চিত নই।’

মো. মোরশেদ আলম লেখেন, ‘আপু ফেইক নিউজ থেকে বিরত থাকুন আপনি যেই হোন না কেন যদি সত্যিই আপনি শামা ওবায়েদ আপু হয়ে থাকেন তাহলেও বলব গুজব এড়িয়ে চলুন, এই সরকারকে ধাক্কা দিতে হবে, আর ধাক্কা দিতে প্রয়োজন রাজপথ। এই ফেইক নিউজ তৃণমূলের কর্মীদের হতাশ করে দেয়।’

উল্লেখ, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে কালবেলার সূত্র দিয়ে ডা. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

কালবেলার নামে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এই বিষয়ে তারা তাদের ওবেসাইটে সংবাদটি মিথ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়- ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন শীর্ষক তথ্য জাতীয় ‘দৈনিক কালবেলা’-তে প্রকাশিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বরং কালবেলায় এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সুরমা নিউজের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কালবেলার ওয়েবসাইট, গেল কয়েক দিনের প্রিন্ট সংস্করণ এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ড. ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়া সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১০

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

১২

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

১৩

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

১৪

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১৫

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১৬

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১৭

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৮

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৯

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

২০
X