কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‌‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে শামা ওবায়েদের নামে ছড়ানো খবরটি ভুয়া

ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।
ছবিতে শামা ওবায়েদ ও প্রচার হওয়া ফেসবুকের স্ট্যাটাস।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হচ্ছে বলে শামা ওবায়েদের নামে থাকা ফেসবুক আইডি থেকে খবর প্রচার হলে মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ আগস্ট) রাতে শামা ওবায়েদ নামে থাকা ফেসবুক পেজে প্রচার করা হয়, ‌‘৩১ সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস। আলহামদুলিল্লাহ’।

স্ট্যাটাসটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই দেখা যায় সেটিতে লাইক পড়েছে প্রায় দুই হাজার তিনশ, কমেন্টস করেছেন ৫৪৭ জন এবং শেয়ার করা হয়েছে ৩৬৪টি আইডি থেকে।

এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘আমার ফেসবুকে কোনো আইডি বা পেজ নেই, আমার নামে অনেকেই আইডি এবং পেজ চালাচ্ছে। কেবা কারা এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তা আমার জানা নেই।’

প্রচার হওয়া সেই স্ট্যাটাসের কমেন্টসে দেখা যায়, সাইয়েদ মুস্তাক আহমেদ বলেন, ‌‘সব পালিয়েছে! এখন এসব বলে সাধারণ কর্মীদের চাঙ্গা রাখতে চান? পরে যাতে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারেন এদের সহজ সরল মন নিয়ে!!!’

জাকির হোসেন নামে একজন কমেন্টসে লেখেন, ‘কোনো গণমাধ্যমে দেখলাম না, অন্য কারো টাইমলাইনেও পাইলাম না। এটা কী গুজব ছড়ানো হচ্ছে।’

আরিয়ান খান নামে একজন লেখেন, ‘ফেইক নিউজ। এটা ওনার আইডি না এটা ফেইক আইডি। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।’

হাফিজ উল্লাহ নামে একজন লেখেন, ‌‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান এতে করে এরকম একটি সমাধান বলে-কয়ে হবে বলে মনে হয় না। শামা ওবায়েদ আইডিটি ফেইক কিনা তাও নিশ্চিত নই।’

মো. মোরশেদ আলম লেখেন, ‘আপু ফেইক নিউজ থেকে বিরত থাকুন আপনি যেই হোন না কেন যদি সত্যিই আপনি শামা ওবায়েদ আপু হয়ে থাকেন তাহলেও বলব গুজব এড়িয়ে চলুন, এই সরকারকে ধাক্কা দিতে হবে, আর ধাক্কা দিতে প্রয়োজন রাজপথ। এই ফেইক নিউজ তৃণমূলের কর্মীদের হতাশ করে দেয়।’

উল্লেখ, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজ থেকে কালবেলার সূত্র দিয়ে ডা. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

কালবেলার নামে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এই বিষয়ে তারা তাদের ওবেসাইটে সংবাদটি মিথ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়- ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন শীর্ষক তথ্য জাতীয় ‘দৈনিক কালবেলা’-তে প্রকাশিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বরং কালবেলায় এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সুরমা নিউজের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কালবেলার ওয়েবসাইট, গেল কয়েক দিনের প্রিন্ট সংস্করণ এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ড. ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়া সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১০

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১২

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৩

ববির আবেগঘন পোস্ট

১৪

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৫

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১৬

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

১৭

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

১৮

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

১৯

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

২০
X