রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে ঝড়, মুখ খুললেন অভিনেতা

কোকাকোলা নিয়ে তৈরি করা বিজ্ঞাপনটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
কোকাকোলা নিয়ে তৈরি করা বিজ্ঞাপনটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় কোকাকোলা বয়কট করেছে সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বয়কটের কথা বলেছেন তারা। এরইমধ্যে এই কোমল পানীয় নিয়ে তৈরি করা একটি বিজ্ঞাপনকে ঘিরে দেশে আলোচনা-সমালোচনার ঝড় শুরু বয়ে যাচ্ছে।

নিজেদের অবস্থান পরিষ্কার করতে বানানো বিজ্ঞাপনটিতে কোকাকোলা বলছে—কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকাকোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়। এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ারও আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।

ওই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেককে। তাদেরকেও বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।

এই তোপের মুখে পড়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জীবন। সোমবার (১০ জুন) রাতে এ অভিনেতা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে, তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি।

জীবন লেখেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সঙ্গে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।’

তিনি আরও লেখেন, ‘ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

তবে এ পোস্ট করার পর কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

তার পোস্টে একজন কমেন্ট করে লিখেছেন, ‘আপনার এই উপলব্ধির জন্য ধন্যবাদ। তবে এই উপলব্ধিটা কাজ করার আরও আগে হওয়া উচিত ছিলো। শিল্পী ও ডিরেক্টর হিসাবে আপনি ও অমি সহ আমাদের ভাষার সংস্কৃতিটাও জলাঞ্জলি দিয়েছেন। এই প্রজন্ম আপনাদের থেকে ভালো কিছু শিখে নাই। আপনারা ভবিষ্যতে আস্তাকুঁড়ে পড়ে থাকবেন।’

সালমা আফরিন নামে আরেকজন কমেন্টে লিখেছেন, ‘ন্যায়ের পক্ষে বলতে কোন দেশের পক্ষে? সেটা তো উল্লেখ করলেন না। ইসরায়েল ও তো তাদের এই জেনোসাইড’কে অন্যায় বলে না। তাদের দৃষ্টিকোণ থেকে তারা ও ন্যায়ের পক্ষে লড়াই করতেছে।’

এদিকে এ বিষয়টি নিয়ে অভিনেতা শিমুল শর্মা বলেন, ‘মানুষ ভাইরাল বিষয় নিয়ে ফেসবুকে কথা বলতে পছন্দ করে। কোনো বিষয় পেলে কেউ ছাড় দিতে চায় না। সবাই নিজেদের মতামত দিতে পছন্দ করে। তবে আমি সমালোচনা নিয়ে মানুষের সঙ্গে তর্কে যেতে চাই না। এতে তারা মনে করবে, আমি তাদের কাউন্টার দিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১০

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১১

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১২

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৩

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৪

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৫

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৬

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৭

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৮

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৯

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

২০
X