টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের হাতছানি দক্ষিণ আফ্রিকার। আর দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রোটিয়াদের ১৭৭ রানের টার্গেট দিয়েছে ভারত।
ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ছে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরের ফাইনাল খেলতে আসা দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত আউটসুইংয়ে রিজা হেনড্রিকসকে (৪) বোল্ড হন জসপ্রিত বুমরা।
দারুণ ড্রাইভে বুমরাকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু শুরু ইঙ্গিত দিয়েছিলেন মার্করাম। তবে অর্শদীপ সিংয়ের স্লোয়ার উইকেটের পেছনে ক্যাচ দেন প্রোটিয়া অধিনায়ক (৪)।
ক্রিস্টান স্টাবসকে নিয়ে ইংনিস মোরামত করছেন কুইন্টন ডি কক। ২১ বলে ৩১ রান করা স্টাবসকে বোল্ড করেন অক্ষর।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করে রোহিত শর্মার দল। আগের সর্বোচ্চ রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ১৭৩। ২০২১ সালের ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়ার টার্গেটে এই রেকর্ড গড়েছিল অজিরা।
যদিও দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে ৫৪ বলে ৭২ রানের জুটি গড়েন বিরাট কোহলি। পরে অভিজ্ঞ এই ব্যাটার শিভম দুবের সঙ্গে গড়েন ৩৩ বলে ৫৭ রানের জুটি।
৩১ বলে ৪৭ রান করে আউট হন অক্ষর। এরপর কোহলি তুলে নেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অর্ধশতক।
৫৯ বলে ৭৬ রানে আউট হন তিনি। ৬ বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান কোহলি। শেষ দিকে শিভম দুবে ১৬ বরে করেন ২৭ রান।
মন্তব্য করুন