ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শনিবার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে সব ফ্লাইট বাতিল হয়। ফলে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মারা সেখানেই আটকা পড়েন। দুর্যোগ কাটার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিতরা।
বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেলের দিকে মুম্বাই পৌঁছাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে রোহিতদের হাতে পুরস্কার হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবেন বিসিসিআই কর্তারা।
বিমান থেকে নামার পর সকালে দিল্লিতে কিছুক্ষণ বিশ্রামের পর রোহিতরা মুম্বাই পৌঁছানোর পরই শুরু হবে মূল অনুষ্ঠান। রোহিত তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল হুড খোলা বাসে ট্রফি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানেই হবে মূল অনুষ্ঠান।
এর আগে শনিবার (২৯ জুন) বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।