স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মুশতাককে নিয়ে অনিশ্চিয়তায় বিসিবি

মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত
মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। প্রাথমিকভাবে এই চুক্তি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। তবে তার কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে। মঙ্গলবার (২ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এমটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সম্প্রতি জানা গেছে, মুশতাক আগেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন চুক্তি করে রেখেছেন, যা আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, ‘আগে থেকেই তার (মুশতাক) কিছু চুক্তি ছিল। যেমন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরেও কিছু চুক্তি আছে। তখন অবশ্য আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’

মুশতাকের আগ্রহ এবং বিসিবির আশা অনুযায়ী, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে। এমনটাই জানান নিজাম, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।

আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’

মুশতাকের মতো কিংবদন্তির উপস্থিতি উঠতি লেগ স্পিনারদের জন্য বড় প্রেরণা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে, এবং মুশতাকের অধীনে তাকে আরও উন্নত করা সম্ভব হবে। বিসিবি আশা করছে, মুশতাক পুরো স্পিন বিভাগে তার দায়িত্ব পালন করবেন এবং তার উপস্থিতি রিশাদের মতো ক্রিকেটারদের জন্য বিশেষ অনুপ্রেরণা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

চাঁদাবাজকে ধরলে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়াচ্ছে : নুর

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক

অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

যুবদলের কর্মসূচি ঘোষণা

১০

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

১১

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

১২

ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

১৩

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

১৪

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে : মাওলানা ইউসুফী

১৫

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৬

১৮তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

১৭

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১৮

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

১৯

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

২০
X