স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মুশতাককে নিয়ে অনিশ্চিয়তায় বিসিবি

মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত
মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। প্রাথমিকভাবে এই চুক্তি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। তবে তার কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে। মঙ্গলবার (২ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এমটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সম্প্রতি জানা গেছে, মুশতাক আগেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন চুক্তি করে রেখেছেন, যা আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, ‘আগে থেকেই তার (মুশতাক) কিছু চুক্তি ছিল। যেমন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরেও কিছু চুক্তি আছে। তখন অবশ্য আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’

মুশতাকের আগ্রহ এবং বিসিবির আশা অনুযায়ী, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে। এমনটাই জানান নিজাম, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।

আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’

মুশতাকের মতো কিংবদন্তির উপস্থিতি উঠতি লেগ স্পিনারদের জন্য বড় প্রেরণা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে, এবং মুশতাকের অধীনে তাকে আরও উন্নত করা সম্ভব হবে। বিসিবি আশা করছে, মুশতাক পুরো স্পিন বিভাগে তার দায়িত্ব পালন করবেন এবং তার উপস্থিতি রিশাদের মতো ক্রিকেটারদের জন্য বিশেষ অনুপ্রেরণা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১০

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১২

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৩

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৪

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৫

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

১৬

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

১৭

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

১৮

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

১৯

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

২০
X