আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন আসন্ন এশিয়া কাপের জন্য ২৯ জুলাই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। তা ছাড়া কন্ডিশনিং ক্যাম্পের প্রাথমিক দল ২২ জুলাইয়ের মধ্যে ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। তবে সেটা এখনো করতে পারেননি প্রধান নির্বাচক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, আগামী ২৯ জুলাই এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণার বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে গুঞ্জন রয়েছে, ২০ সদস্যের এশিয়া কাপের প্রাথমিক দল হতে পারে।
এশিয়া কাপের প্রাথমিক দলে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের থাকা নিয়ে আলোচনা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এ দুজনের বিষয়ে সিদ্ধান্ত নিতেই এশিয়া কাপের প্রাথমিক দল দিতে দেরি করছে বিসিবি।
জালাল ইউনুস জানান, আমরা ৩০ জনের মতো ক্রিকেটার নিয়ে প্রাথমিক দল ঘোষণা করব। প্রথমে সব খেলোয়াড়ের মেডিকেল ও ফিটনেস টেস্ট করা হবে। সব শেষে ৫ বা ৬ আগস্ট এশিয়া কাপের জন্য ২০ জনের একটি দল দেব।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কোমড়ের চোটে পড়ে লন্ডন অবস্থান করছেন। শিগগিরই তার শারীরিক অবস্থা ভালো যাবে। সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না সেটিও নিশ্চিত হওয়া যাবে।
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিসিবির সবাই যেন নিশ্চুপ। রিয়াদ আদতেও ফিরবে কী ফিরবে না তার কোনো আভাস মিলছে না। তবে কিছুদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন তার জন্য বলাটা কঠিন রিয়াদ ফিরবেন কি না।
মন্তব্য করুন