প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে এক পলক দেখা, সেলফি তোলা, অটোগ্রাফ নেওয়া প্রত্যেক ক্রিকেটপ্রেমীর কাছে স্বপ্নের মতো। আর সেই ইচ্ছা যদি স্বপ্নের তারকা পূরণ করে দেন। তখন নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করেতেই পারেন ওই ক্রিকেটপ্রেমী। সম্প্রতি শ্রীলঙ্কান এক খুদে ভক্তকে নিজের জার্সি উপহার দিয়ে মন ভালো করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
সদ্য শেষ হওয়া কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাক অধিনায়ক বাবর আজম তার ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ দেওয়ার সময় রোমাঞ্চিত এক খুদে ভক্তকে নিজের জার্সি খুলে উপহার দেন। বাবর আজমের এই সৌজন্যতা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পর ড্রেসিংরুমে ফিরছিলেন পাকিস্তান দলপতি বাবর আজম। গ্যালারি থেকে একাধিক ভক্ত-সমর্থক বাবরের নাম ধরে স্লোগান দিচ্ছিলেন। তখন বিভিন্ন সমর্থককে অটোগ্রাফ দিতে দেখা যায় বাবরকে। ঠিক সেই সময়ে নিজের গায়ের জার্সি খুলে খুদে ভক্তের হাতে তুলে দেন পাকিস্তান অধিনায়ক।
প্রিয় তারকার কাছ থেকে জার্সি উপহার পাওয়া শ্রীলঙ্কান খুদে ভক্ত বলেন, ‘বাবর যখন আমাকে তার নিজের জার্সি খুলে উপহার দেন, আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি। এতটাই উচ্ছ্বসিত ছিলাম ওই মুহূর্তে যে আমি ঠিক করে শ্বাস নিতেও পারছিলাম না। আমার জীবনে পাওয়া অন্যতম সেরা উপহার এটা। এই জার্সিটা আমার বাড়িতে ফ্রেমে সযত্নে বাঁধিয়ে রাখব। কাউকে হাত দিতেও দেব না।’ বাবর আজমের এই মহৎ কাজ ক্রিকেটপ্রেমীদের হৃদয় স্পর্শ করেছে।
মন্তব্য করুন