স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরে গেল বিশ্বকাপ

বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
বাংলাদেশে হচ্ছে না নারী বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবরের শুরুতে বাংলাদেশে হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা দেশে আসরটির আয়োজন শঙ্কায় ফেলে দেয়। যদিও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আশাবাদী ছিল আয়োজন নিয়ে তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভার আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া গেছে, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

মঙ্গলবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বিশ্বকাপের স্থান পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। টুর্নামেন্টটি চলতি বছরের ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্ব আসর আয়োজন করা সম্ভব নয়—এই মতামত আইসিসির বোর্ড সদস্যদের মধ্য থেকে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্তে সম্মত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিসিবি অফিসিয়াল হোস্ট হিসেবে থেকে যাবে, যদিও টুর্নামেন্টটি আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতি শান্ত হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যে, এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভবত সঠিক সিদ্ধান্ত হবে না।

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিও এই বিষয়ে মত প্রকাশ করে বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মতো একটি দেশে বিশ্বকাপ খেলা কঠিন হবে। মানবিক দিক থেকে এটাকে সঠিক মনে হয় না। আমি মনে করি, এটা হয়তো ভুল সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি সামলানো বিশ্বকাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ,’ মন্তব্য করেন হিলি। তবে তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির উপর ছেড়ে দেন।

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সম্প্রতি আবহাওয়া জনিত কারণ এবং আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি বিবেচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে আইসিসির হাতে বিকল্পের সংখ্যা কমে যায়। যদিও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আগ্রহ দেখিয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতকে সেরা পছন্দ হিসেবে বিবেচনা করা হয় শেষ পর্যন্ত। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল, সেখানে অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের সাথে টাইম জোনের মিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X