স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত?

বিমানবন্দরে ট্রফি হাতে শান্ত। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে ট্রফি হাতে শান্ত। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ঢাকায় হত্যা মামলা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে। এ হত্যা মামলা নিয়ে খেলে যান টেস্ট সিরিজ। মামলা হওয়ায় দেশে ফেরার পথ অনেকটা রুদ্ধ তার জন্য। যদিও আইন উপদেষ্টা নিশ্চয়তা দিয়েছেন অহেতুক হয়রানির শিকার হবেন না সাকিব।

এরপরও সুযোগ পেলে এ মামলার ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাতে পাকিস্তান থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে সরব হন বর্তমান-সাবেক তারকা ক্রিকেটাররা। এটিকে মিথ্যা মামলা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধমে পোস্ট দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ অনেক ক্রিকেটার।

টাইগার দলপতি জানিয়েছেন সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাকিবের বিরুদ্ধে করা মামলা নিয়ে কথা বলবেন তিনি। এ সময় শান্ত আরও জানান দলের সবাই সাকিবের পাশে আছেন।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পায় টাইগাররা। পরে দ্বিতীয় টেস্টের আসে ৬ উইকেটের জয়।

এমন কীর্তির টাইগারদের অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণাও দেন তিনি। সুযোগ পেলে এ সংবর্ধনা অনুষ্ঠানে সাকিবের মামলার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছে নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান থেকে দেশে ফিরে বিমানবন্দরে টাইগার দলপতি বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে, প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’

গত ২২ আগস্ট গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার মামলায় ২৮ নম্বর আসামি করা হয় সাকিবকে। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১০

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১১

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১২

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৩

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১৪

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১৫

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৬

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৭

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৮

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৯

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

২০
X