স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী। ছবি : সংগৃহীত
ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী। ছবি : সংগৃহীত

গণমাধ্যমের মুখোমুখি হলেই বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠে একটাই মন্ত্র! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে চান তারা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মত ভিন্ন। রোহিতদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারবেন না শান্তরা।

এর প্রধান কারণ হিসেবে পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মানকে তুলে ধরেছেন তিনি। চলতি মাসে বাংলাদেশ-ভারতের টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীতে এ কথা বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেন, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না।’

পরে বাবর-রিজওয়ানদের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত, নতুন ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ, ‘পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। তবে ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’

তবে ভারতের বিপক্ষে বিনা লড়াইয়ে বাংলাদেশ হার মানবে না বলে বিশ্বাস সৌরভের। ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, ‘পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ শামিকে। নির্বাচকদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সৌরভ বলেন, ‘আমি জানি চোটের পর থেকে শামি খেলতে পারছে না। তবে ও দ্রুত ফিরবে। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আমি ওই সিরিজের দিকে তাকিয়ে। ওটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে। ওই দুটো সিরিজে জমপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে শামিকেও দরকার হবে ভারতের।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এ মাঠে স্পিনাররা বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চার স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্তন ক্যানসার নিয়ে সৌদি চিকিৎসকের চমকপ্রদ তথ্য

জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

কলেজে ‘টিকটক-লাইকি’ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মোটরসাইকেলে এসে যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, বাজারদর জেনে নিন

১১

উত্তাল সাগর, শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

১২

আ.লীগের অর্থ পাচারের মাশুল জনগণকে দিতে হচ্ছে : রাশেদ প্রধান 

১৩

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

১৪

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

১৫

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের সমর্থনে রিকশা র‌্যালি

১৬

খড়ের মাঠ দখল নিয়ে ২ বাহিনীর গোলাগুলি, নিহত ২

১৭

বেসিসের সহায়ক কমিটি গঠন

১৮

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

১৯

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

২০
X