স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী

ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী। ছবি : সংগৃহীত
ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী। ছবি : সংগৃহীত

গণমাধ্যমের মুখোমুখি হলেই বাংলাদেশের ক্রিকেটারদের কণ্ঠে একটাই মন্ত্র! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে চান তারা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মত ভিন্ন। রোহিতদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারবেন না শান্তরা।

এর প্রধান কারণ হিসেবে পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মানকে তুলে ধরেছেন তিনি। চলতি মাসে বাংলাদেশ-ভারতের টেস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীতে এ কথা বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেন, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না।’

পরে বাবর-রিজওয়ানদের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত, নতুন ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না সৌরভ, ‘পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। তবে ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’

তবে ভারতের বিপক্ষে বিনা লড়াইয়ে বাংলাদেশ হার মানবে না বলে বিশ্বাস সৌরভের। ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, ‘পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ শামিকে। নির্বাচকদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সৌরভ বলেন, ‘আমি জানি চোটের পর থেকে শামি খেলতে পারছে না। তবে ও দ্রুত ফিরবে। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আমি ওই সিরিজের দিকে তাকিয়ে। ওটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে। ওই দুটো সিরিজে জমপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে শামিকেও দরকার হবে ভারতের।’

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এ মাঠে স্পিনাররা বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চার স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১০

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১১

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১২

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৩

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৪

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৫

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৬

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৭

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৮

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৯

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

২০
X