ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরতে নিরাপত্তা চাইলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান আসছেন—বিসিবির মিডিয়া ম্যানেজারের এমন খুদে বার্তার পরই সবার মধ্যে জল্পনা-কল্পনার শুরু। তবে কি কানপুরেই শেষ হচ্ছে সাকিবের ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার! সাকিব এলেন। ২১ মিনিটের সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়তে যাচ্ছেন তিনি।

আর যুক্তরাষ্ট্রেই খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলবেন, সেখানে পারফর্ম করলে ডাক পেলে সেটাও বিবেচিত হতে পারে! আপাতত দুই সংস্করণ নিয়ে তার সিদ্ধান্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে সাকিব কি দেশে ফিরতে পারবেন—এমন প্রশ্ন আছে সাকিবের মনেও। সাকিব বলেছেন, বিষয়টি তার ওপর নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো আমি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে তৈরি আছি। যেহেতু দেশে একটা পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবে সবকিছু তো আমার ওপর না। এ জিনিসগুলো আমি বিসিবির সঙ্গে আলাপ করেছি। তাদের বলা হয়েছে, টেস্ট ক্রিকেট নিয়ে আমার কি পরিকল্পনা।’

দেশে ফিরতে পারলে অক্টোবরে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব। তার নামে হত্যা মামলা থাকায় দেশে ফিরতে যত ভয় সাকিবেরও, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ। তারা বিষয়গুলো জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায়। যেন, আমি সেখানে গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করি।’ শুধু দেশে ফেরাই নয়, প্রয়োজন হলে যেন বাইরেও যেতে পারেন—এমন নিরাপত্তাও চেয়েছেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘একই সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে, তখন যেন আসতে পারি। আমার যেন কোনো সমস্যা না হয়।’

সাকিবের সঙ্গে আলাপের পর বিষয়গুলো নিয়ে কাজ করছে বিসিবিও। সাকিব সেটা নিশ্চিত করে বলেন, ‘বোর্ড এ বিষয়গুলো খেয়াল করছে এবং যারা রিলেটেড আছে, তারা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। তারা আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে ভালোভাবে খেলে টেস্ট সংস্করণটা ছাড়তে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১০

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১১

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১২

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৩

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৪

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৬

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৭

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৮

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৯

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X