শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরতে নিরাপত্তা চাইলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান আসছেন—বিসিবির মিডিয়া ম্যানেজারের এমন খুদে বার্তার পরই সবার মধ্যে জল্পনা-কল্পনার শুরু। তবে কি কানপুরেই শেষ হচ্ছে সাকিবের ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার! সাকিব এলেন। ২১ মিনিটের সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়তে যাচ্ছেন তিনি।

আর যুক্তরাষ্ট্রেই খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলবেন, সেখানে পারফর্ম করলে ডাক পেলে সেটাও বিবেচিত হতে পারে! আপাতত দুই সংস্করণ নিয়ে তার সিদ্ধান্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে সাকিব কি দেশে ফিরতে পারবেন—এমন প্রশ্ন আছে সাকিবের মনেও। সাকিব বলেছেন, বিষয়টি তার ওপর নেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো আমি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে তৈরি আছি। যেহেতু দেশে একটা পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবে সবকিছু তো আমার ওপর না। এ জিনিসগুলো আমি বিসিবির সঙ্গে আলাপ করেছি। তাদের বলা হয়েছে, টেস্ট ক্রিকেট নিয়ে আমার কি পরিকল্পনা।’

দেশে ফিরতে পারলে অক্টোবরে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব। তার নামে হত্যা মামলা থাকায় দেশে ফিরতে যত ভয় সাকিবেরও, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ। তারা বিষয়গুলো জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায়। যেন, আমি সেখানে গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করি।’ শুধু দেশে ফেরাই নয়, প্রয়োজন হলে যেন বাইরেও যেতে পারেন—এমন নিরাপত্তাও চেয়েছেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘একই সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে, তখন যেন আসতে পারি। আমার যেন কোনো সমস্যা না হয়।’

সাকিবের সঙ্গে আলাপের পর বিষয়গুলো নিয়ে কাজ করছে বিসিবিও। সাকিব সেটা নিশ্চিত করে বলেন, ‘বোর্ড এ বিষয়গুলো খেয়াল করছে এবং যারা রিলেটেড আছে, তারা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। তারা আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে ভালোভাবে খেলে টেস্ট সংস্করণটা ছাড়তে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X