স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন

কানপুর মাঠ। ছবি : সংগৃহীত
কানপুর মাঠ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুরে দ্বিতীয় টেস্টে বৃষ্টির দাপটে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম দিন থেকেই খেলা বাধাগ্রস্ত হচ্ছিল বৃষ্টির কারণে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছিল, শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের কোনো বল মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আম্পায়াররা বিকেল আড়াইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্ট শুরু হওয়ার আগেই বৃষ্টির শঙ্কা ছিল। প্রথম দিন খেলা শুরু হলেও, দিনের বেশিরভাগ সময়ই মাঠে ছিল বৃষ্টির উপস্থিতি। ৩৫ ওভার খেলার পর বৃষ্টি এসে বাধা সৃষ্টি করে, যার ফলে বাকি অংশ আর খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও সেই একই চিত্র দেখা গেল। রাতভর বৃষ্টির ফলে কানপুরের মাঠ পুরোপুরি ভিজে ছিল এবং আবহাওয়া শুষ্ক না হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

আজকের দিনে যাতে বেশি সময় খেলা যেতে পারে, সেই আশায় ম্যাচ শুরুর সময় আধাঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। তবে বৃষ্টি এবং মেঘলা আকাশ সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। মাঝে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ হলেও, আকাশে মেঘ জমে থাকায় নতুন করে বৃষ্টির শঙ্কা তৈরি হয়। প্রথম সেশনের খেলা তাই মাঠে নামানো সম্ভব হয়নি।

দুপুরের দিকে কানপুরের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় মাঠ প্রস্তুত করতে ৩টি সুপার সোপার দিয়ে পানি সরানোর কাজ শুরু হয়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি, কারণ মাঠের পরিস্থিতি পুরোপুরি খেলার উপযোগী না হওয়ার পাশাপাশি আবহাওয়ার অনিশ্চয়তা থেকে যাচ্ছিল। শেষ পর্যন্ত, মাঠ প্রস্তুত না করতে পারায় এবং নতুন করে বৃষ্টি নামার সম্ভাবনা থাকায়, দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ভারতের মাটিতে কোনো টেস্টের পুরো দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে একই ঘটনা ঘটেছিল। সেই ম্যাচেও ভারত ছিল ফিল্ডিংয়ে। কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায়, এখন টেস্টের বাকি তিন দিনে কতটা খেলা সম্ভব হয়, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

বিদ্যুৎ বিপর্যয়ের মুখে সাড়ে ৬ লাখ গ্রাহক

রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে : তারেক রহমান 

চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ / সংসদীয় আসন বাড়ল গাজীপুরে, কমলো বাগেরহাটে

নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

যাত্রীসেবায় নতুন পদক্ষেপ নিল চট্টগ্রাম রেলওয়ে বিভাগ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

কোয়াব নির্বাচনের পর চূড়ান্ত পদ তালিকা: কে পেলেন কোন পদ?

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

১০

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

১১

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

১২

সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খান

১৩

পাহাড়িয়াদের ঘরছাড়া করার পরিকল্পনা ভেস্তে গেছে, হচ্ছে না ভোজ

১৪

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

১৫

জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামায়াত নেতারা

১৬

নির্বাচনী জোয়ারে আ.লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর 

১৭

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

১৮

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৯

বিচারকের সামনে সাংবাদিক মারধরে জড়িত আইনজীবীদের বিচারের দাবি সিআরইউর 

২০
X